ভুবনেশ্বর: নবরাত্রি (Navratri) উপলক্ষে অল ওড়িশা কিন্নর মহাসংঘ প্রেসিডেন্টের মীরা পারিদার (All Odisha Kinnar Mahasangh President Meera Parida) নেতৃত্বে কলস যাত্রার Kalash Yatra) আয়োজন করা হয়েছিল ওড়িশার (Odisha) ভুবনেশ্বরে (Bhubaneswar)। সেখানকার বিন্দুসাগর লেকে বিভিন্ন উপাচারও পালন করেন ট্র্যান্সজেন্জার সম্প্রদায়ের (trans community) মানুষরা।
#WATCH | Odisha: The trans community in Bhubaneswar, led by All Odisha Kinnar Mahasangh President Meera Parida, holds 'Kalash Yatra' to celebrate Navratri following the rituals at Bindusagar Lake in Bhubaneswar. pic.twitter.com/5zvmk1hZ25
— ANI (@ANI) October 15, 2023
এপ্রসঙ্গে সুলতা দাস বলেন, "আজকে নবরাত্রি (Navratri) শুরু হয়েছে। আগামী ১০ দিন ধরে খুব গুরুত্বপূর্ণ পুজো হবে। এটা খুব পবিত্রতার পুজো (puja of purity)। এটা কোনও জাতি, ধর্ম বা লিঙ্গভেদের পুজো নয়। প্রাচীন কাল থেকে কিশোরীদের শক্তি রূপে পুজো (worshipped) করা হয়েছে। পুরুষ ও মহিলাদের মধ্যে কোনও তফাত নেই। মানুষকে এর থেকে শিক্ষা নিতে হবে।"
#WATCH | BJD MP Sulata Deo says, "Navratri is starting today... The puja performed over the next ten days is very important. This is the puja of purity... Here, there is no caste, religion, or gender...From ancient times, girls were worshipped... There is no difference between… pic.twitter.com/R7M8OeYI0I
— ANI (@ANI) October 15, 2023