প্রজাতন্ত্র দিবস (Photo Credits: File Image)

Happy Republic Day 2020 Bengali Wishes: দেশে সংবিধান (Constitution) প্রবর্তনের স্মৃতিতে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস (Republic Day) হিসেবে উদযাপন করা হয় ২৬ জানুয়ারি। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। ১৫ই আগস্ট ১৯৪৭ এ দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের (Freedom Movement) ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত, প্রায় সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন।

ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয়ে আসছে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে। স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে। এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশনসের অন্তর্গত অধিরাজ্য হিসেবে দু'টি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয়। জানা যায়, ১৫ই আগস্ট ১৯৪৭ এ ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্ণর জেনারেল। তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল। তারপর ১৯৪৭ সালেরভ ২৮শে অগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। সে বছরই ৪ঠা নভেম্বর ওই কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে ২ বছর, ১১ মাস, ১৮ দিন সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য ১৬৬ বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর ২৪ শে জানুয়ারি ১৯৫০ এ গণপরিষদের ৩০৮ জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দু'টি নথিতে (একটি ইংরেজি ও অপরটি হিন্দি) স্বাক্ষর করেন। এর দু'দিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। আপনার পরিচিতদের পাঠিয়ে দিন দেশভক্তিমূলক কিছু মেসেজ থেকে এইচডি ওয়াল পেপার (Wall Paper)। আরও পড়ুন: Vaikuntha Ekadashi 2020: আজ বৈকুণ্ঠ একাদশী, ভগবান বিষ্ণুর আরাধনায় মেতেছে গোটা দেশ তথা দক্ষিণ ভারত; জেনে নিন তিথি

প্রজাতন্ত্র দিবস (Photo Credits: File Image)
প্রজাতন্ত্র দিবসের বাংলা Image (Photo Credits: File Image)
শুভ প্রজাতন্ত্র দিবস (Photo Credits: File Image)
প্রজাতন্ত্র দিবসের বাংলা Image (Photo Credits: File Photo)
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাপত্র (Photo Credits: File Image)

সাধারণতন্ত্র দিবস উদ্‌যাপনের প্রধান কর্মসূচী (Schedule) পালিত হয় ভারতের রাষ্ট্রপতির (President) সামনে, জাতীয় রাজধানী নয়াদিল্লিতে (New Delhi)। এই দিন রাজপথে আড়ম্বরপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।