পুরী : আজ রথ যাত্রা। পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথযাত্রার ধূমধাম শুরু হয়েছে। রথের দড়িতে টান পড়ার আগেই জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) উদযাপন শুরু হয়ে গিয়েছে। এক দিন আগেই সোমবার হাজার হাজার ভক্ত পুরীতে ভিড় জমাতে শুরু করেন। আজ সমাগম হতে চলেছে লক্ষ লক্ষ ভক্তের। যে কারণে ওড়িশা সরকার একাধিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন । পরিবহণ কমিশনার (Transport Commissioner) অমিতাভ ঠাকুর জানিয়েছেন, পুরীতে নিরাপত্তা বাহিনীর ১৮০ প্লাটুন (১ প্লাটুন ৩০ জন কর্মী নিয়ে গঠিত) মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য শহরকে বিভিন্ন জোন ও সেকশনে ভাগ করা হয়েছে।
এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, ২ জুলাই পর্যন্ত যেকোনও জরুরী পরিস্থিতির জন্য পারাদ্বীপে ইন্টারসেপ্টর বোটগুলি মোতায়েন থাকবে৷ উৎসবের সময় মোট ১২৬টি বিশেষ ট্রেন পুরীতে ভ্রমণ করবে। ড্রোন ক্যামেরার সাহায্যে প্রচুর সংখ্যক সিসিটিভি ক্যামেরা রথযাত্রার উৎসবে নজর রাখবে।
দেখুন টুইট
VIDEO | Celebrations at Shri Jagannath Temple in Odisha's Puri ahead of the annual Rath Yatra, for which the state government has made elaborate arrangements. pic.twitter.com/8FhoZSn4wF
— Press Trust of India (@PTI_News) June 20, 2023