শুক্রবার সকালে গুজরাটের আহমেদাবাদের জগন্নাথজি মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 'মঙ্গল আরতি' করেন। তাঁর স্ত্রী সোনাল শাহ ও পুত্র জয় শাহও মন্দিরে উপস্থিত ছিলেন। আজ আহমেদাবাদে জগন্নাথের বার্ষিক রথযাত্রার ১৪৮তম সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে।তাঁর আগে গত বছরের মত এই বছরেও মন্দিরে উপস্থিত থাকেন অমিত শাহ। এই পুণ্য তিথিতে উপস্থিত থেকে জগন্নাথ দর্শন করে আপ্লুত স্বরাষ্ট্র মন্ত্রী এক্স হ্যান্ডেলে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি লেখেন-রথযাত্রার পবিত্র উপলক্ষ্যে আহমেদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরের মঙ্গল আরতিতে যোগদান নিজেই একটি ঐশ্বরিক এবং অলৌকিক অভিজ্ঞতা। আজ আমি মহাপ্রভুর মঙ্গল আরতিতে যোগদান করেছি এবং তাঁর দর্শন ও পূজা করেছি। মহাপ্রভু সকলের উপর তাঁর আশীর্বাদ রাখুন।
জগন্নাথ মন্দিরে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন অমিত শাহ-
रथयात्रा के पावन अवसर पर श्री जगन्नाथ मंदिर, अहमदाबाद की मंगला आरती में शामिल होना अपने आप में दिव्य और अलौकिक अनुभव होता है। आज महाप्रभु की मंगला आरती में शामिल होकर दर्शन-पूजन किया। महाप्रभु सभी पर अपना आशीर्वाद बनाए रखें। pic.twitter.com/T3XDWbjQt1
— Amit Shah (@AmitShah) June 27, 2025
মঙ্গল আরতিতে শাহ পরিবার-
#WATCH | Gujarat | Union Home Minister Amit Shah performed mangala aarti and had darshan of Lord Jagannath at Shree Jagannathji Mandir, Ahmedabad.#RathYatra pic.twitter.com/fUOGVTVUEf
— ANI (@ANI) June 27, 2025
মন্দিরে মঙ্গল আরতি ও দেব দর্শনের আগে দেশবাসীকে রথযাত্রা উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তাও দেন অমিত শাহ। তিনি লেখেন-শ্রী জগন্নাথ রথযাত্রা সনাতন সংস্কৃতির একটি পবিত্র উৎসব, যা দেশের প্রতিটি কোণে ভক্তরা ভক্তি সহকারে উদযাপন করেন। গুজরাটও মহাপ্রভুর এই উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করছে।আমি সকলের সুখী ও সুস্থ জীবন, সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি।
রথযাত্রার শুভেচ্ছা বার্তাঃ
શ્રી જગન્નાથ રથયાત્રા સનાતન સંસ્કૃતિનો પવિત્ર ઉત્સવ છે, જેને દેશના દરેક ખૂણે ભક્તો દ્વારા ભક્તિભાવ સાથે ઉજવવામાં આવે છે. ગુજરાત પણ મહાપ્રભુના આ પર્વની ભારે ઉત્સાહભેર ઉજવણી કરી રહ્યું છે. મહાપ્રભુ જગન્નાથજીને દરેકના સુખી અને સ્વસ્થ જીવન, સમૃદ્ધિ અને ઉન્નતિ માટે પ્રાર્થના કરું છું. pic.twitter.com/ocmPMFy3hu
— Amit Shah (@AmitShah) June 27, 2025