মহারাষ্ট্রে দেখা গেল না রমজানের চাঁদ। পিছিয়ে গেল রোজার দিন। পরশু থেকেই রোজা রাখার কথা জানিয়ে দেওয়া হল।
Ramadan Moon Sighting 2023 in West Bengal and Bangladesh Live: আরব আকাশে এখন দেখা মেলেনি রমজানের চাঁদের, ভারতে কি রমজান ঘোষণা আজই?
মক্কা-মদিনার দেশে দেখা যায়নি পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে চলতি বছরে একদিন পিছিয়ে শুরু হচ্ছে রোজা। পাশাপাশি, এবার আরব দেশের সঙ্গে একই দিনে রোজা শুরু হবে ভারতীয় উপমহাদেশেও।
Gulf News-র প্রতিবেদন অনুযায়ী, ২৩ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। উল্লেখ্য, ২১ মার্চ থেকে রোজা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চাঁদ দেখা না যাওয়ায় তা পিছিয়ে গিয়েছে বলে জানিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরে বৃহস্পতিবার অর্থাৎ ২৩ মার্চ সৌদি আরবে 'সেহরি' শুরু হবে ভোর ৫টা ২ মিনিটে। অন্যদিকে ইফতার পালন করা হবে সন্ধ্যা ৬টা ৩৬-এ।
ভারতের ক্ষেত্রে শহর ভেদে 'সেহরি' শুরুর সময় আলাদা। বৃহস্পতিবার দিল্লিতে 'সেহরি' শুরু হবে ভোর ৫টা ৪ মিনিটে। মুম্বই ও চেন্নাইতে 'সেহরি' শুরুর সময় যথাক্রমে ভোর ৫টা ২৮ ও ৫টা ১ মিনিট ।
কলকাতায় আরও কিছুটা আগে শুরু হবে 'সেহরি'। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ভোর ৪টে ২৪ মিনিটেই তিলোত্তমায় ধর্মপ্রাণ মুসলিমরা পালন করবেন এই রীতি।
কলকাতা ছাড়াও ৪টের কিছু পরে 'সেহরি' শুরু হবে লখনউ, কানপুর ও পাটনায়। অন্যদিকে রমজান মাসের প্রথম দিনে কলকাতায় ইফতার পালন হবে বিকেল ৫টা ৪৯ মিনিটে।
ইসলামিক রীতি অনুযায়ী, চন্দ্র ও সৌর বছরের মধ্যে ১১ দিনের পার্থক্যের কারণে প্রতি বছর রমজান মাসের শুরু তারিখ পালটে যায়। ভারতের ক্ষেত্রে দিল্লির জামা মসজিদ থেকে রমজান শুরুর দিন ঘোষণা করা হয়।
রমজান মাসের শেষে আসে ইদ-উল-ফিতর। যা ইসলাম ধর্মালম্বীদের কাছে সবচেয়ে আনন্দের উৎসব।