Raksha Bandhan Wishes In Bengali: এই অস্থির সময়ে রাখিই ফিরিয়ে আনতে পারে সম্পর্কের মাধুর্য৷ এ এক অটুট বন্ধন, যা রাখি উৎসবের মধ্যে দিয়ে বচ্ছরকার দিনে ভাই-বোনের সম্পর্ককে নতুন মাত্রা এনে দেয়৷ সেই বন্ধনকে আরও দৃঢ় করতেই রাখি উত্সব (Raksha Bandhan 2021) পালন করে থাকি আমরা। রাখির সুতোয় আরও গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই-বোনের সম্পর্ক।
রাখিকে ভাই-বোনের উত্সব হিসেবে মনে করা হলেও ইতিহাসে কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে তার কবজিতে সুতো বেঁধে দিতেন মহিলারা। এটাই পরে রাখি বন্ধন উত্সবের চেহারা নেয়। বঙ্গভঙ্গ রোধে রাখি বন্ধন উৎসবকে মৈত্রী হিসেবে দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর৷ এই শুভদিন ভাই-বোনেরা দিদি-দাদাদের পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার এই শুভেচ্ছা কার্ড৷
Message: বন্ধন হোক মানবিকতার /অটুট থাকুক ঐক্য/রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা৷
Message: তুই আমার ছোট বোন / বড়ো আদরের ছোট বোন / আশীর্বাদ নিস / শুভ রাখি৷
Message: রাখি বন্ধন উৎসবের অনেক শুভেচ্ছা৷