আজ 'দীপাবলি', দীপাবলি শব্দটির অর্থ 'প্রদীপের সমষ্টি'। এই দিন হিন্দুরা ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালেন। অমঙ্গল দূর করার প্রতীক হিসাবে এই আচার পালন করা হয়। অন্ধকারকে সরিয়ে আলোর এই উৎসবের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, দীপাবলি (Diwali Wishes) দেশের অন্যতম জনপ্রিয় উৎসব যা অন্ধকারের বিরুদ্ধে আলোর, অজ্ঞানতার বিরুদ্ধে জ্ঞানের এবং অশুভের বিরুদ্ধে শুভ-র জয়কে সূচিত করে। তিনি দেশবাসীকে নিরাপদে দায়িত্ববোধের সঙ্গে পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি উদযাপন করার অনুরোধ করেছেন।
On the auspicious occasion of Diwali, I extend my heartfelt greetings and best wishes to all Indians, both in India and across the world. pic.twitter.com/SbcMcNjx8R
— President of India (@rashtrapatibhvn) October 20, 2025
উপ রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ (VP CP Radhakrishnan)তাঁর বার্তায় সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন-
My heartiest Deepawali greetings to everyone. pic.twitter.com/6XAnhlLg0v
— CP Radhakrishnan (@CPR_VP) October 20, 2025
দীপাবলির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও-সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি লেখেন- আমার সকল দেশবাসীকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। আলোর এই পবিত্র উৎসব সকলের জীবনকে সুখ, সমৃদ্ধি এবং সম্প্রীতি দিয়ে আলোকিত করুক।
কী লিখলেন প্রধানমন্ত্রী
Greetings on the occasion of Diwali. May this festival of lights illuminate our lives with harmony, happiness and prosperity. May the spirit of positivity prevail all around us.
— Narendra Modi (@narendramodi) October 20, 2025