Diwali Wishes BY PM, President & VP (Photo Credit: X@ANI)

আজ 'দীপাবলি', দীপাবলি  শব্দটির অর্থ 'প্রদীপের সমষ্টি'। এই দিন হিন্দুরা ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালেন। অমঙ্গল দূর করার প্রতীক হিসাবে এই আচার পালন করা হয়। অন্ধকারকে সরিয়ে আলোর এই উৎসবের প্রাক্কালে  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  (President Draupadi Murmu) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, দীপাবলি (Diwali Wishes) দেশের অন্যতম জনপ্রিয় উৎসব যা অন্ধকারের বিরুদ্ধে আলোর, অজ্ঞানতার বিরুদ্ধে জ্ঞানের এবং অশুভের বিরুদ্ধে শুভ-র জয়কে সূচিত করে। তিনি দেশবাসীকে নিরাপদে দায়িত্ববোধের সঙ্গে পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি উদযাপন করার অনুরোধ করেছেন।

উপ রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ (VP CP Radhakrishnan)তাঁর বার্তায় সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন- 

দীপাবলির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও-সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি লেখেন- আমার সকল দেশবাসীকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। আলোর এই পবিত্র উৎসব সকলের জীবনকে সুখ, সমৃদ্ধি এবং সম্প্রীতি দিয়ে আলোকিত করুক।

কী লিখলেন প্রধানমন্ত্রী