আর মাত্র কয়েক ঘণ্টা। শুরু হয়ে গিয়েছে নতুন বছর শুরুর কাউন্টডাউন। ঘড়ির কাটা ১২ টা ছুলেই আমরা পা দেব নতুন বছরে (Happy New Year 2023)। পুরনো যা কিছু খারাপ, তাকে বিদায় জানিয়ে নতুনের শুভ সূচনা করব আমরা। পুরনো সময়ের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন শুভ সময় নিয়ে আসার পরিকল্পনা করব আর তারই মাঝে নতুন বছরের শুভারম্ভে প্রিয়জনদের আমরা অনেক শুভেচ্ছাবার্তা পাঠিয়ে তাদের থেকে চেয়ে নেব আশীর্বাদ।
সেই কারণেই প্রাক নববর্ষের সন্ধ্যায় লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে তেমনই কিছু শুভেচ্ছাবার্তা (New Year Advance Wishes 2023)। ডাউনলোড করে অথবা শেয়ার করে আগেভাগেই শুভেচ্ছা বার্তা পাঠান আত্মীয়স্বজন বন্ধুদের।

নতুন বছরে ভরে উঠুক সকল বিশ্ববাসীর মন দুঃখগুলো দূরে থাকুক হোক শুধু আনন্দের আগমন Photo Credit: Lateslymedia.com

কিছু আশা কিছু ভরসা কিছু দুঃখ কিছু কষ্ট কিছু পাওয়া কিছু না পাওয়া আবার কিছু পেয়ে হারিয়ে ফেলা আসলে এসব এই জীবনের খেলা, ভাল কাটুক আগামী বছর। Photo Credit: Latestlymedia.com

সব নতুন শুরুগুলোই একদিন না একদিন শেষ হয়ে যাবে… তাকে স্মৃতির মণিকোঠায় স্থান দেওয়ার সবচেয়ে ভালো উপায় হল এমন কিছু ভালো কাজ করা যাতে তা সারা জীবনের জন্যে তোমার মনে জীবিত থাকবে! Photo Credit: Latestlymedia.com

আগের সব কষ্ট , করে ফেল নষ্ট নতুন দিনে সবার প্রানে কেউ রেখো না দুঃখ মনে শুভ হোক নতুন দিন খুশি যেন না হয় বিলীন। Photo Credit: Latestlymedia.com

ঢাক ঢোল মাদলের তালে রঙ বেরঙের মনের দেয়ালে বাঙ্গালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে. Photo Credit: Latestlymedia.com