ডাক্তার মানেই ভগবান। তাই তাঁর প্রাপ্য সম্মানও অনেকখানি। চিকিৎসকদের সম্মান জানাতে ১ জুলাই দেশজুড়ে পালিত হয় চিকিৎসক দিবস অথবা ডক্টরস ডে (Doctors' Day)। কিংবদন্তী চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের (Dr. Bidhan Chandra Roy) জন্ম এবং মৃত্যুদিনটিতে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস। তাঁর জন্ম ও মৃত্যু দিন ১ জুলাই। ১৯৯১ সালে তাঁর জন্ম এবং মৃত্যুদিন ১ জুলাইতে প্রথম চিকিৎসক দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয় সরকারের তরফে।দেশে চিকিৎসক দিবস অন্যতম ছুটির দিন হিসেবেও গণ্য হয়। পাশাপাশি দিনটিকে রেড কার্নেশন ফুলের দ্বারাও চিহ্নিত করা হয়। কারণ এই ফুলের লাল রঙটি প্রেম, চ্যারিটি, আত্মত্যাগ, সাহসেরও প্রতীক। যা এই পেশায় থাকা সমস্ত ব্যক্তির সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত।
লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) এই দিনটি উদযাপন করার জন্য আপনাদের জন্য অগ্রিম নিয়ে এসেছে শুভেচ্ছা বার্তা। চিকিৎসকদের সম্মান জানাতে শেয়ার করুন আপনার পরিচিত চিকিৎসক, নার্স, সেবাকর্মী সহ মেডিক্যাল ফেটারনিটির মানুষদের সঙ্গে।