Modi on Balmiki jayanti ( Photo credit: X@narendramodi)

আজ বাল্মিকী জয়ন্তী ( Maharishi Valmiki Jayanti.)। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহর্ষি ,মহাকবি বাল্মীকির জন্মবার্ষিকী উদযাপিত হবে। মহর্ষি বাল্মিকী রচনা করেছিলেন প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণ। মহর্ষি বাল্মীকি কে আদি কবি বলা হয়ে থাকে। যে আদি কবি ভগবান শ্রী রামের জীবন নিয়ে রচনা করেছিলেন মহাকাব্য রামায়ণ। ভক্তরা দিনটিতে বাল্মিকী র জীবন ও তার জ্ঞান শিক্ষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাল্মীকি জয়ন্তী উপলক্ষে অনেক স্থানে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে দিনটিতে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ পাঠ করা হয়।

'সামাজিক সম্প্রীতির উপর ভিত্তি করে তাঁর আদর্শের আলো সর্বদা আমাদের দেশবাসীকে আলোকিত করবে' মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী লিখেছেন, “মহর্ষি বাল্মীকি জয়ন্তীতে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। তাঁর সদাচারী ও আদর্শবাদী চিন্তাভাবনা প্রাচীনকাল থেকেই আমাদের সমাজ ও পরিবারগুলিতে গভীর প্রভাব ফেলেছে।”

মহর্ষি বাল্মীকি জয়ন্তীতে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

 প্রসঙ্গত, বাল্মীকি সংস্কৃত সাহিত্যের অমর কবি হিসাবে পরিগনিত। প্রথম মহাকাব্য রামায়ণের রচয়িতা হিসেবে সম্মানিত। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে খ্রিস্টপূর্বাব্দের প্রথম শতাব্দীতে তিনি মহাকাব্য রামায়ণ লেখেন। বাল্মীকিকে আদিকবি বা কবিগুরু বলার কারণ, প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনিই প্রথম সংস্কৃত কাব্যে শ্লোকের রচয়িতা। তাঁকে রামায়ণ ব্যতীত ‘যোগবশিষ্ঠ’ নামে অপর এক হিন্দু ধর্মগ্রন্থের রচয়িতা বলেও অনেকে মনে করেন।