Mahakumbh Snan on Unnao Jail (Photo Credit:X@Arjunpchaudhary)

দেশজুড়ে চলছে মহাকুম্ভের আবেগ। ভোরের আলো ফুটতেই শুরু হয়ে যাচ্ছে পুণ্য স্নান। দলে দলে ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। পুণ্য অর্জন থেকে বাদ পড়ছেন না কেউই। জেলবন্দি কয়েদীরাও যাতে মহাকুম্ভের পুণ্য অর্জন করতে পারেন তারজন্য উন্নাও জেলে বন্দিদের জন্য নেওয়া হল এক অভিনব উদ্যোগ। জেল প্রশাসন জেলের ভিতরেই বন্দীদের জন্য কুম্ভ স্নানের ব্যবস্থা করেছিল, যাতে তারাও বিশ্বাস ও ভক্তির সঙ্গে জড়িত এই পবিত্র উৎসবের অংশ হতে পারে। কারাগার প্রাঙ্গণেই একটি জলাধার তৈরি করে তাতে মিশিয়ে দেওয়া হল সঙ্গমের পবিত্র জল, যেখানে বন্দীরা গঙ্গার জলে স্নান করে কুম্ভ মেলার অভিজ্ঞতা লাভ করে।জেল সুপারের তত্ত্বাবধানে পুরো ঘটনাটি ঘটে। বন্দিরা স্নানের পাশাপাশি ধর্মীয় মন্ত্র উচ্চারণ করেন এবং প্রার্থনা করেন।

জেল প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বন্দীদের আত্মিক শান্তি দেওয়া এবং সংস্কারের দিকে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের উদ্দেশ্য। বন্দিরাও এটিকে একটি অনন্য অভিজ্ঞতা বলে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উন্নাও জেলে বন্দীদের দেওয়া হল কুম্ভস্নান