এক বছরের অপেক্ষা শেষে মায়ের আগমনের দিন আসন্ন। আজ, মহাপঞ্চমী । তাই আকাশে-বাতাসে আগমনীর সুর ।আজ থেকেই শুরু হয়ে গেল পাঁচ দিনের শারদোৎসব । মহালয়ার দিন থেকেই রাস্তায় ঢল নেমেছে মানুষের। কিন্তু, বনেদি বাড়িগুলিতে কিংবা বারোয়ারি পাড়ার পুজো মণ্ডপে চতুর্থীর রাত থেকে চলছে শেষ বেলার প্রস্তুতি। হিন্দু রীতি অনুযায়ী, পঞ্চমীর দিনই সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র অণুরণিত হয় ৷ এরপরেই শুরু হয়ে যায় ষষ্ঠীর পুজো ৷ ষষ্ঠীর দিন মা দুর্গার বোধন শুরু হয় আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে ৷ তারপর একে একে আসে সপ্তমীতে নবপত্রিকা স্নান, অষ্টমীতে পুষ্পাঞ্জলি, নবমীর সন্ধিপুজো, আর দশমীতে দেবীর নিরঞ্জন । তারপর আরও একটা বছরের অপেক্ষা-লেটেস্টলি বাংলার তরফে আজ মহা পঞ্চমীর সকালে রইল তাই উৎসবের শুভেচ্ছা।