আজ কোজাগরী লক্ষ্মীপুজো।তাই ধনদেবীর আরাধনায় চলছে তোরজোর। আশ্বিন মাসের (শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Kojagari Laxmi Puja) আরাধনা হয়। বাঙালির ঘরে ঘরে এ এক চিরন্তন প্রার্থনা। এদিন প্রতিটি বাঙালি ঘরেই দেবী লক্ষ্মী আরাধ্যা হয়ে থাকেন।‘কোজাগরী’ (Kojagori) কথাটির অর্থ ‘কে জেগে আছো?’ হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন, তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী (Devi Lakshmi)।

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার এই শুভেচ্ছা বার্তা।