Karwa Chauth 2025: করবা চৌথের তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার রাতে। তবে করবা চৌথ পালন করবেন মহিলারা শুক্রবার। শুক্রতে আকাশে চাঁদ উঠবে। আর ওই চাঁদ দেখে, স্বামীর মুখ দর্শন করে জলপান করবেন মহিলারা। সারাদিন নির্জ্জলা উপোস থাকার পর চন্দ্র দর্শনে ভাঙবে উপবাস। তারপর স্বামীর হাতে জল গ্রহণ করে মহিলারা কিছু খাবেন। এভাবেই দেশ জুড়ে করবা চৌথ পালন করেন উত্তর এবং পশ্চিম ভারতের গৃহিনীরাও। বাঙালিরাও অনেকে করবা চৌথ পালন করেন। সেক্ষেত্রে তাঁরাও একই নিয়ম মেনে জলপান করেন।
স্বামীর মঙ্গলে যদি কেউ করবা চৌথ পালন করেন, তাহলে কোন কোন জিনিস আপনাকে রাখতেই হবে, তা দেখে নিন...
পুজোর উপকরণ রাখার থালা সঙ্গে রাখতে হবে
গোবর রাখতে হবে সঙ্গে
দেবী পার্বতীর ছবি আঁকার জন্য এই গোবর ব্যবহার করা হয়
করবা চৌথের ব্রত কথার বই
নৈবেদ্য দানের মাটি
সিঁদূর রাখতেই হবে
লাল সুতো সঙ্গে রাখবেন
জল ভরা মাটির পাত্র রাখতেই হবে। যা করবা নামে পরিচিত
রাখবেন বায়া অর্থাৎ শাশুড়ির জন্য় উপহার
ধূপকাঠি
পান পাতা
ঘি
কর্পূর
প্রদীপ
চাঁদ দেখার চালুনি
ব্রত কথার থালা ঢাকার জন্য লাল বা গোলাপী রঙের কাপড়