সূর্যের রাশিচক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহের রাজা সূর্য যখন একটি রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করেন সেই দিনে পালন করা হয় সংক্রান্তি। সূর্য বর্তমানে সিংহ রাশিতে গমন করছে, এরপরে সেপ্টেম্বর মাসে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য, এই দিনে পালিত হবে কন্যা সংক্রান্তি। কন্যা সংক্রান্তিতে স্নান, দান ও সূর্যদেবের পুজো করলে হারানো সম্মান ও সম্পদ ফিরে পাওয়া যায়। সুস্বাস্থ্য ও সাফল্য অর্জন হয়।

২০২৪ সালে ১৬ সেপ্টেম্বর পালন করা হবে কন্যা সংক্রান্তি। এদিনেই রয়েছে বিশ্বকর্মা পুজো। কন্যা সংক্রান্তিতে নদীতে স্নান করে পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করলে জীবনে সুখ আসে। পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার নিয়ম রয়েছে এদিন। কন্যা সংক্রান্তি পুণ্যকাল থাকবে দুপুর ১২:১৬ মিনিট থেকে সন্ধ্যা ০৬:২৫ মিনিট পর্যন্ত। কন্যা সংক্রান্তির মহা পুণ্যকাল থাকবে বিকাল ০৪:২২ মিনিট থেকে সন্ধ্যা ০৬:২৫ মিনিট পর্যন্ত। কন্যা সংক্রান্তিতে সূর্যের পুজোর পাশাপাশি গঙ্গা স্নানেরও বিশেষ গুরুত্ব রয়েছে।

সংক্রান্তির দিন ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে তামার পাত্র দিয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। সূর্যকে জল অর্পণ করার সময় জলের সঙ্গে অর্পণ করা হয় লাল ফুল এবং চাল। অর্ঘ্য নিবেদন করার সময় 'ওম সূর্যায় নমঃ' মন্ত্রটি জপ করা উচিত। কথিত আছে, সংক্রান্তিতে পবিত্র নদীতে স্নান করলে স্বাস্থ্যের উন্নতি হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয়। গ্রহদের রাজা সূর্যকে সম্মান, প্রতিপত্তি, প্রশাসনিক চাকরি, সরকারি চাকরি ইত্যাদির জন্য দায়ী গ্রহ বলে মনে করা হয়। এই দিনে সূর্য দেবের পুজো করলে এই সব ক্ষেত্রে লাভবান হয় মানুষ।