হিন্দু ধর্ম অনুযায়ী একাদশীর উপবাস করলে জীবনের সুখ ও সম্পদ বৃদ্ধি পায়। শাস্ত্র অনুসারে একাদশী এমন একটি উপবাস যার ফলে মানুষ জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এছাড়া এই উপবাসের কারণে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। সাধারণত প্রতি মাসে দুটি একাদশী থাকে, কিন্তু বহু বছর পর ২০২৪ সালের জুলাই মাসে ঘটছে একটি বিরল ঘটনা, এক মাসে রয়েছে ৩টি একাদশীর উপবাস।

২০২৪ জুলাই মাসে পড়েছে আষাঢ় ও শ্রাবণ মাস। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে দুটি একাদশী থাকে, তবে জুলাই মাসেই শ্রাবণ মাস শুরু হওয়ায় শ্রাবণ একাদশীও এই মাসেই পড়েছে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী পড়েছে ২ জুলাই। আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশী পড়েছে ১৭ জুলাই। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী পড়েছে ৩১ জুলাই।

শাস্ত্র অনুযায়ী, যোগিনী একাদশীর উপবাস করলে ৮৮ হাজার ব্রাহ্মণকে খাওয়ানোর মতো পুণ্য লাভ হয়। এছাড়া জীবন পাপ মুক্ত হয়। দেবশয়নী একাদশীর দিন থেকে ৪ মাসের জন্য সৃষ্টির দায়িত্ব ভগবান শিবের হাতে তুলে দিয়ে যোগ নিদ্রায় যান ভগবান বিষ্ণু। দেবশয়নী একাদশীর উপবাস করলে পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। কামিকা একাদশীর উপবাস করলে সকল কষ্টের অবসান হয়।