জগদ্ধাত্রী  পুজোর আজ সপ্তমী। হুগলির চন্দননগর সহ বিভিন্নএলাকায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পুজোর আয়োজন করা হয়েছে । নজরকাড়াআলোকসজ্জা, প্রতিমা ও মন্ডপ সজ্জা দেখতে ষষ্ঠী থেকেই দর্শনার্থীদের ভিড় চোখেপড়ছে। এই পূজো উপলক্ষে চন্দননগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক পুলিশকর্মী।

এদিকে নদীয়ার কৃষ্ণনগর, শান্তিপুরেও জগদ্ধাত্রী পুজোরআয়োজন করা হয়েছে। রবীন্দ্রভবনে কৃষ্ণনগর পুলিশের পক্ষ থেকে গতকাল পুজোর গাইড ম্যাপপ্রকাশ করেন রাজ্যেরমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিন রবীন্দ্রভবনে পুলিশের পদস্থকর্তাদের উপস্থিতিতে পুজো কমিটির সঙ্গে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। নিয়ন্ত্রণকরা হচ্ছে যান চলাচল।

কলকাতাতেওঅনেক স্থানে মূলত নবমীর দিন সপ্তমী ,অষ্টমী, নবমীর পুজো সম্পন্ন হয়ে থাকে। বেলুড় মঠের সারদা পীঠে ও জয়রাম বাটি মাতৃ মন্দিরেযথাবিহিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে।অনেক গৃহস্থের বাড়িতেও আয়োজন করা হয়েছে এই পুজোর।