![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/03/International-Womens-Day-Image-Quote_6-380x214.jpg)
প্রতি বছর ৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। সারা পৃথিবী জুড়েই এই দিনটি পালন করা হয়। তবে কবে থেকে শুরু হল এই দিনটির উদযাপন? ইউনেস্কোর (UNESCO)-র তরফে প্রথম ১৯০৯ সালে ২৮ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে সেই বছর এই দিনটি পালন করা হয়েছিল। পরে রাশিয়াতেও ১৯১৭ সাল থেকে এই দিনটি পালিত হতে থাকে একই কারণ মাথায় রেখে। তবে রাশিয়াতেই প্রথম বার এই দিনটি পালিত হয় ৮ মার্চ। তার পর থেকে সেটিই রীতি হয়ে গিয়েছে। বছরের এই দিনটিকেই আন্তর্জাতিক নারী দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছে সকলের তরফে।
নারীদের আরও এগিয়ে নিয়ে যেতে এবং অদম্য সাহসের অধিকারী হতে 'লেটেস্টলি' (LatestLY Bangla) সাজিয়ে এনেছে আন্তর্জাতিক নারী দিবসের (International Women's Day 2023) শুভেচ্ছাপত্র। এই শুভেচ্ছা পত্রগুলি আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নিন।
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/03/International-Womens-Day-Image-Quote_1.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/03/International-Womens-Day-Image-Quote_2.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/03/International-Womens-Day-Image-Quote_3.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/03/International-Womens-Day-Image-Quote_4.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/03/International-Womens-Day-Image-Quote_5.jpg)