Diwali Celebration by Indian army (Photo Credit: X@ANI)

আজ আলোর  উৎসব দীপাবলি, সীমান্তে প্রহরায় থাকা সেনারা (Indian Army) সারা বছর অতন্দ্র প্রহরায় দেশকে পাহারা দিলেও এই  দীপাবলির আনন্দ থেকে বঞ্চিত হন না। লাইন অফ কন্ট্রোল (LoC)-এর দুর্গম পোস্টে দেশের নিরাপত্তায় ব্যস্ত থেকেও তাঁরা নিজেদের মতো করে পালন করেন আলো-উৎসব। ছোট ছোট মাটির প্রদীপ জ্বালিয়ে, দেশাত্মবোধক গান গেয়ে আর সহকর্মীদের সঙ্গে সামান্য মিষ্টি ভাগ করে নিয়ে তাঁরা তৈরি করেন এক অনন্য আবহ। এই দীপাবলি শুধু উৎসব নয়, বরং প্রতিটি জওয়ানের অটল অঙ্গীকার—যে কোনও পরিস্থিতিতে দেশের সুরক্ষা রক্ষা করে এই আলোকে বাঁচিয়ে রাখাই তাঁদের কাজ।

জম্মু ও কাশ্মীরের তাংধর নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর মোতায়েন ভারতীয় সেনা জওয়ানরা আতশবাজি ফাটিয়ে উদযাপন করলেন দীপাবলিঃ

রাজস্থানের জয়শলমীর সীমান্তের এক সেনা কর্মী তাঁর দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন- 

#WATCH | Rajasthan | BSF celebrates Diwali along the Indo-Pak border in Jaisalmer, bursts crackers and lights candles and earthen lamps pic.twitter.com/Te6TZojxVY

চণ্ডীগড়ে ১৩তম ব্যাটালিয়নের সিআরপিএফ জওয়ানরা দীপাবলি২০২৫ উদযাপন করেছেন