![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/05/4-Mothers-Day-380x214.jpg)
Happy International Mother’s Day 2022 Wishes In Bengali: মাএই শব্দের মধ্যেই যেন রয়েছে এক অপার প্রশান্তি, আনন্দ, স্বস্তি, সুখ, ভাললাগার নিরাপদ ঠিকানা। মা ছাড়া সন্তানকে আর কেই বা তেমন বোঝে। বিশ শতকের গোড়ার দিকে আনা জার্ভিসের উদ্যোগে আমেরিকাতে মাতৃ দিবস শুরু হয়েছিল। এটিকে "হলমার্ক হলিডে" অর্থাৎ যে দিনটির বাণিজ্যিক প্রয়োজনীয়তা অভিভূত করার মতো, সেই রকম একটি দিন হিসাবে বিবেচিত করেন। তিনি শেষে নিজেরই প্রবর্তিত ছুটির দিনটির নিজেই বিরোধিতা শুরু করেন। আজ ৮ মে আন্তর্জাতিক মাতৃ দিবস (Happy International Mother’s Day 2022) । যদিও মা প্রতিদিনের, তবুও তাকে বিশেষ অনুভব করাতে নাহয় রইল একটি দিন। আজকের দিনে সেই মা’কে শুভেচ্ছা জানাতে LatestLY বাংলা কি নিয়ে এল, চলুন দেখা যাক।
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/05/6-Mothers-Day.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/05/8-Mothers-Day.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/05/5-Mothers-Day.jpg)