কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেরোতম দিনে হয় ধনতেরাস। পাঁচ দিন ধরে চলা দীপাবলী উৎসবের শুরুটা হচ্ছে ধনতেরাস দিয়েই। ধনতেরাস শব্দের অর্থ হলো সমৃদ্ধি এবং সম্পদ। দীপাবলীর সময় যে লক্ষ্মীপুজো হয় তার দু দিন আগে পালিত হয় ধনতেরাস। তবে তিথির ফেরে এবার মাত্র এক দিন আগেই পালিত হবে ধনতেরাস। দামী ধাতু কিনে সম্পদের দেবতা কুবের-এর পুজো হয় এদিন। 'ধন' শব্দের অর্থ সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন। বছরের সবচেয়ে শুভ দিন মনে করা হয় ধনতেরাসকে। কথিত আছে, ধনতেরাসের দিন সোনা, রুপো কিংবা কোনও দামী ধাতু কিনতে হয়; এদের সংসারে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসে। ক্যালেন্ডারের পাতায় ২৩ অক্টোবর ধনতেরাস। তার আগেই করে নিন কেনাকাটি। আর বন্ধু, আত্মীয়স্বজন, পরিবার-পরিজন এবং কাছের মানুষকে জানান ধনতেরাসের অগ্রিম শুভেচ্ছা।