Photo Credits: ANI

অযোধ্যা: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যা (Ayodhya) রাম মন্দিরের (Ram Temple) নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। আগামী ২২ জানুয়ারি নতুন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। আর তারপর থেকে ভক্তদের ভিড় ক্রমণ বাড়বে বলেই আশা প্রকাশ করলেন শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পক রাই (Sri Ram Janambhoomi Trust's General Secretary Champat Rai) । আর তাই মন্দির চত্বরে ভক্তদের থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত করার উদ্যোগ নিচ্ছেন ট্রাস্ট। আরও পড়ুন:  Ajker Rashifal,4 December 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৃহস্পতিবার এপ্রসঙ্গে চম্পক রাই বলেন, "মন্দির প্রতিষ্ঠার পর মানুষ যদি রাত্রিযাপন (stay the night) করতে চান, তাহলে তা্রা কোথায় আশ্রয় পাবেন (shelter)? তাঁরা কোথায় খাবার এবং জল পাবে? এই উদ্দেশ্যে, ট্রাস্ট একটি নতুন টিনশেড শহর (tin-shed city) তৈরি করছে যা কমপক্ষে ফেব্রুয়ারির শেষের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। দেশজুড়ে থাকা ভিএইচপি (VHP) এবং আরএসএস (RSS)-এর অভিজ্ঞ কর্মীদের তাই এই উদ্দেশ্যে ডাকা হয়েছে সবাই তাঁদের দায়িত্ব সম্পূর্ণ গুরুত্বের সঙ্গে পালন করছে।" আরও পড়ুন:Famous Christmas Destinations in kolkata: বড়দিনে ঘুরে দেখুন কলকাতার ঐতিহ্যবাহী গির্জাগুলো, যা আপনাকে মুগ্ধ করবে

দেখুন ভিডিয়ো: