নয়াদিল্লি: সামনেই গণেশ চতুর্থী। গণেশ পুজো হিন্দু ধর্মে একটি বড় উৎসব। আর মুম্বই শহরে এখন থেকেই গণেশকে ঘরে আনার তোরজোড় শুরু হয়ে গিয়েছে। গণেশকে একটি পলিথিনে মুড়ে তাঁকে লোকাল ট্রেনে চাপিয়ে নিয়ে চলেছেন তাঁর এক ভক্ত। গণেশকে এভাবে লোকাল ট্রেনের সিটে বসিয়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্যবহারকারী ভিডিওটির ক্যপশনে লিখেছেন, দেখুন তো লোকাল ট্রেনে কে যাচ্ছে। সঙ্গে তিনি আরও লিখেছেন, গণপতি বাপ্পা মোরিয়া মুম্বয়ের সবচেয়ে প্রিয় ভগবান।
গণেশ চতুর্দশী, যাকে বিনায়ক চতুর্দশী বা গণেশ উৎসবও বলা হয়। মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের মতো বেশ কয়েকটি রাজ্যে ভগবান গণেশের সম্মানে উত্সবটি অনেক আড়ম্বর এবং উত্সাহের সঙ্গে পালন করা হয়।
দেখুন ভিডিও
Look who is travelling inside #MumbaiLocal..
It's Mumbai's favourite God..
Ganpati Bappa Morya..
📽️ © @anand_ingle89pic.twitter.com/vXhzZiXUT5
— मुंबई Matters™ (@mumbaimatterz) September 5, 2023
এই বছর গণেশ চতুর্থী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার। দিনটিকে ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়।