Ganesh Chaturthi Celebration (Photo Credit: X@ANI)

শারদোৎসবের ঢাকে কাঠি পড়তে আরও কিছু দিন বাকি। তার আগে শ্রীবৃদ্ধি ও ঐশ্বর্যের কামনায় ‘গণপতি বাপ্পা’র পুজোয় মাতল গোটা দেশ। মুম্বই থেকে কলকাতা, দিল্লি থেকে বেঙ্গালুরু - সর্বত্রই গণেশ আরাধনায় মেতেছেন দেশবাসী। মহা ধুমধাম করে মুম্বই-সহ মহারাষ্ট্ৰজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। গণেশ আরাধনায় ব্রত হয়েছে আহমেদাবাদ, কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্ত।

মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে বুধবার সকালে গণেশের আরাধনা করা হয়, উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ভক্তরা-

থিমের গণেশ মূর্তি, বিশালকার মণ্ডপ, বাহারি আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের  মণ্ডপ-

কোয়েম্বাটোর, তামিলনাড়ু: গণেশ চতুর্থীর উপলক্ষ্যে প্রার্থনা করতে বিপুল সংখ্যক ভক্ত শ্রী আরুলমিগু মুন্ডি বিনয়গর মন্দিরে পৌঁছেছেন-

মহারাষ্ট্র: গণেশ চতুর্থী ২০২৫ উপলক্ষে নাগপুরের শ্রী গণেশ মন্দির টেকদিতে চলছে আরতি

তিরুচিরাপল্লী, তামিলনাড়ু: ২০২৫ সালের গণেশ চতুর্থী উপলক্ষে, মানিকা বিনয়গর মন্দিরে প্রার্থনা করার জন্য ভক্তদের ভিড়

কেরালা: গণেশ চতুর্থী উপলক্ষে, তিরুবনন্তপুরমের গণপতি মন্দিরে প্রচুর সংখ্যক ভক্ত প্রার্থনা করতে আসছেন

আহমেদাবাদ, গুজরাটঃ গণেশ চতুর্থী ২০২৫ উপলক্ষে বস্ত্রপুরের গণেশ মন্দিরে চলছে আরতি

হিন্দু শাস্ত্রে তেত্রিশ কোটি দেবতার মধ্যে সর্বাগ্রে পূজিত হন গণেশ। সমস্ত বাধা-বিঘ্ন, সমস্যা, দূর করতে সিদ্ধিদাতার পুজো করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। 'গণপতি বাপ্পা মৌরিয়া' এই শব্দবন্ধই ধ্বনিত হচ্ছে দেশজুড়ে।