Yogi Adityanath perform puja (Photo Credit: X@ANI)

এই বছরের শ্রাবণ মাস শুরু হল আজ (১১ জুলাই ২০২৫)চলতি বছরে ৯ অগাস্ট ২০২৫ তারিখে শেষ হবে পবিত্র এই মাস। এবার ৯ অগাস্ট পড়েছে রাখি উৎসব, তাই এই বছর শ্রাবণ মাস শেষ হবে রাখিবন্ধনের উৎসবের দিন। । ধর্মীয় বিশ্বাস অনুসারে, শ্রাবণের সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে উপোস পালন করে শিবলিঙ্গে জল, দুধ, বেল পাতা ইত্যাদি নিবেদন করে জলাভিষেক করা হয়।

আজ শ্রাবণের প্রথম দিনে আরাধ্য মহাদেবের পূজাপাঠে ভক্তদের পাশাপাশি অংশ নিতে দেখা যায় রাজনীতিবিদদেরও। রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী পবিত্র শ্রাবণ মাসের প্রথম তিথিতে জয়পুর সিটি প্যালেসের রাজ রাজেশ্বর মন্দিরে আচার অনুষ্ঠান এবং প্রার্থনা করেন।

গোরক্ষপুর এর মঠের মোহান্ত ও  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পবিত্র 'শ্রাবণ' মাসের প্রথম দিনে গোরক্ষনাথ মন্দিরে পূজা-অর্চনা করেন।

পবিত্র 'শ্রাবণ' মাসের প্রথম দিনে কাশী বিশ্বনাথ মন্দিরে মঙ্গলা আরতি পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বারাণসী, এস রাজলিঙ্গম, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশ্বভূষণ, ডেপুটি কালেক্টর শম্ভু শরণ এবং তহসিলদার মিনি এল. শেখর। তাঁরা সকল ভক্তদের স্বাগত জানান।

শ্রাবণ মাসের প্রথম দিনে মহাকালেশ্বর মন্দিরে উপস্থিত ছিলেন গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রানে। তিনি বলেন, "...আজ 'শ্রাবণ' মাসের প্রথম দিন এবং আমি সকলের মঙ্গল কামনা করেছি। আমাদের জাতির উন্নতি অব্যাহত থাকুক... মন্দিরে প্রার্থনা করার পর আমার খুব ভালো লাগছে..."