দমদম তরুণ দল এ বছর তাদের ৪৮তম বর্ষে পদার্পণ করল। প্রতিবারই তারা নতুন ভাবনা ও সমাজসচেতন থিম নিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করে। এবছর তার ব্যতিক্রম নয়। এ বারের কলকাতার পুজোর ‘থিম’- (Kolkata Theme Puja Pandal)এর ভিড়ে দমদম পার্ক তরুণ দল-এর এই বছরের বিষয়বস্তুই ও থিম হল ‘ছাপ’-যা মানুষের যে মন কাড়বে তা বলাই যায়।এই ছাপের ভাবনা যা মানুষের দৈনন্দিন জীবন, মন এবং আত্মার সঙ্গে গভীরভাবে জড়িয়ে। গোটা মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী পূর্ণেন্দু দে। তাঁকে সহযোগিতা করছেন শিল্পী ভাস্কর সরকার।
শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দমদম পার্ক তরুণ দলের (Dum Dum Park Tarun Dal)
‘শিল্পী ভাস্কর সরকার জানিয়েছেন , “প্রাচীন কালে গুহাচিত্রের মাধ্যমেও মানুষ নিজেদের অস্তিত্বের ছাপ ফেলে গিয়েছেন। আমাদের বিষয়বস্তুকেও সেইভাবে ভাবা হয়েছে। বালি ও কাঠের উপর শৈল্পিক ছাপ তো রয়েছেই। এই মণ্ডপে চোখ বোলালেই নজরে পড়বে আধুনিক ‘বায়োমেট্রিক ছাপ’-এর নিদর্শনও। যেখানে প্রাচীন গুহামানবের দেওয়ালে আঁকা হাতের ছাপ থেকে শুরু করে আধুনিক যুগের বায়োমেট্রিক— সব কিছুরই স্থান রয়েছে।ছাপ তো শুধুই একটা আঙুলের ছাপ নয়, সমাজেরও ছাপ থাকে, ইতিহাসেরও ছাপ থাকে। নববধূর পায়ে আলতার ছাপ, আধার কার্ডে আঙুলের ছাপ তেমনই প্রযুক্তির পরিচয়।’ শীর্ষ স্থানে বসে রয়েছেন দেবী। যেন তিনিই ‘চূড়ান্ত ছাপ’। সেই কারণেই দেবী প্রতিমাকে পেশ করা হয়েছে একটি ‘স্ট্যাম্প’-এর রূপে।