Durga Puja 2023: পুজোর আগে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির অভিনেত্রী মনামী ঘোষ, দেখুন সেই ভিডিও
Monami Ghosh Ailo Uma Ghare Photo Credit: Youtube@ MONAMI GHOSH

এবারের পুজোয় অনুগামীদের জন্য  বাঙালিয়ানায় মোড়া মিউজিক ভিডিও উপহার দিলেন অভিনেত্রী মনামী ঘোষ।পুজোর আগে মুক্তি পাওয়া এই গানে তুলে ধরা হয়েছে দুর্গাপুজোর নস্ট্যালজিয়া আর একটি মেয়ের গল্প। মিউজিক ভিডিওটির পরিচালক ছিলেন সৈকত বারুরি। প্রসঙ্গত, এর আগে তাঁর পরিচালনায় মনামীর ‘ভিটামিন এম’ মিউজিক ভিডিওটি লক্ষ দর্শক-শ্রোতার মন ছুঁয়েছিল।নিজের প্রযোজনা থেকেই মুক্তি পেল, পুজোর আমেজ মাখা নতুন এই ভিডিও।  এই ভিডিওতে মনামির লিপে গানটি গেয়েছেন ‘নন্দী সিস্টার্স’দের অন্তরা নন্দী। সুরকার ম্যাক মল্লার সঙ্গীত পরিচালক জুটি। গীতিকার আকাশ ভট্টাচার্য।

গানের লঞ্চের অনুষ্ঠানে হলুদ শাড়িতে ঝলমল করছিলেন মনামী। গানটির সঙ্গে পারফর্মম্যান্সও করেছেন তিনি।তাঁর প্রত্যেক মিউজিক ভিডিওরই একটা করে 'হুকস্টেপ' থাকে। আর সেটাই মনে গেঁথে যায় মানুষের। অন্যথা হল না এই ভিডিওতে।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)