আজ মহাপঞ্চমী ,আজ থেকেই শুরু হয়ে গেল পাঁচ দিনের শারদোৎসব । যদিও, এবছর মহালয়ার আগেই উদ্বোধন হয়েছে একাধিক পুজো মণ্ডপের । তাই, মহালয়ার দিন থেকেই রাস্তায় ঢল নেমেছে মানুষের । কিন্তু, বনেদি বাড়িগুলিতে কিংবা পাড়ার পুজো মণ্ডপে চতুর্থীর রাতেও চলেছে শেষ প্রস্তুতি । পঞ্চমীতেই যে দেবী দুর্গার আগমন ।
হিন্দু রীতি অনুযায়ী, পঞ্চমীর দিনই সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র অণুরণিত হয় ৷ এরপরেই শুরু হয়ে যায় ষষ্ঠীর পুজো ৷ ষষ্ঠীর দিন মা দুর্গার বোধন শুরু হয় আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে ৷ তারপর একে একে আসে সপ্তমীতে নবপত্রিকা স্নান, অষ্টমীতে পুষ্পাঞ্জলি, নবমীর সন্ধিপুজো, আর দশমীতে দেবীর নিরঞ্জন । গতকাল ( ১৮ অক্টোবর) রাত ১১টা ৩৫মিনিট ১১ সেকেন্ড থেকে আজ (১৯ অক্টোবর) রাত ১০টা ৩৩মিনিট অবধি থাকছে পঞ্চমী তিথি। তাই আজ থেকেই আগামী ৬টা দিন সব দুঃখ ভুলে আনন্দে থাকুন, উৎসবে মেতে উঠুক বাংলার প্রতিটা কোণ । আর লেটেস্টলি বাংলার শুভ পঞ্চমীর শুভেচ্ছা বার্তা পৌছে যাক সকলের হাতে থাকা মুঠোফোনে।
Maha Panchami wishes_2023