আজ আলোর উৎসব দিওয়ালি, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হয়।এই তিথিতে দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয়। পাশাপাশি কার্তিক অমাবস্যা তিথিতে নিশিথ কালে পূজিত হন দেবী কালী। শাস্ত্র মতে এই দিনই ১৪ বছরের বনবাস সম্পন্ন করে অযোধ্যা ফিরে ছিলেন রাম-লক্ষ্মণ-সীতা। এটি অসত্যের ওপর সত্যের জয়ের প্রতীক। আবার সুখ-সমৃদ্ধি ও ধনলাভের জন্য এ দিন লক্ষ্মী-গণেশ, কুবেরের পুজো করা হয়। পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে এই তিথিতেই আবার দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয়ে থাকে।
আজকের এই শুভ দিনে তাই আত্মীয় স্বজন, পরিবারের সকলকে পাঠিয়ে দিন বাংলা শ্রেষ্ঠ শুভেচ্ছা বার্তা-

