Diwali Good Effect On These Zodiac Signs (Photo Credit: X)

Diwali 2025: ধনতেরাসের (Dhanteras 2025) পরই দীপাবলি। ধনতেরাস থেকে যে শুভ যোগ তৈরি হচ্ছে, তার প্রভাব পড়বে এই দীপাবলিতেও (Diwali 2025) । তাই দীপাবলিতে অবশ্যই পুজো করুন। নিষ্ঠাভরে পুজো করুন। অমাবস্যা লাগার পরপরই সেরে ফেলুন দীপাবলির পুজো বা লক্ষ্মী পুজো।

চলতি বছর অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২০ অক্টোবর বিকেল ৩:৪৫ মিনিটে। শেষ হচ্ছ ২১ অক্টোবর বিকেল ৫:৫৪ মিনিটে। দীপাবলি পুজো প্রদোষকালে করা হয়। তাই প্রদোষকাল অনুযায়ী ২০ অক্টোবরেই করা হবে দীপাবলি পুজো। বাঙালিরা এইদিন দিপান্বিতা লক্ষ্মী পুজো করেন অনেকে। তাই দীপাবলিতে কালী পুজোর পাশাপাশি লক্ষ্মী পুজো হয় এইদিন বহুল পরিমাণে।

এই বছর  দীপাবলিতে, সূর্য, মঙ্গল এবং বুধ সকলেই তুলা রাশির সাথে সংযোগ করবে। ফলে এই সম্মিলিত প্রভাব প্রায় সব রাশির জন্যই শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। তবে রাশি চক্রের ২টি রাশির উপর এর প্রভাব পড়বে অত্য়ন্ত বেশি করে।

আরও পড়ুন: Dhanteras 2025 Zodiac Shopping: ধনতেরাসে আবাহন করুন সৌভাগ্য, সমৃদ্ধিকে, রাশি মিলিয়ে করুন কেনাকাটা, দেখুন কোন রাশি কী কিনবেন

দেখুন কোন কোন রাশি মালামাল হতে চলেছে এই দীপাবলি থেকে 

কর্কট রাশির (Zodiac Signs) উপর বৃহস্পতির উচ্চতর গোচর হবে। যা অত্যন্ত সমৃদ্ধ হংস মহাপুরুষ যোগ তৈরি করবে এই রাশির উপর। সেই সঙ্গে সূর্য এবং বুধের সংযোগ বুধাদিত্য যোগ তৈরি করবে। যা এই রাশির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, বুদ্ধি বৃদ্ধি করবে। আর এই সমস্ত যোগগুলিই কর্কট রাশির জন্য শুভ ফল বয়ে নিয়ে আসবে।

কন্যা রাশিতে শুক্র ও চন্দ্রের সংযোগ হবে দীপাবলিতে। যা এই রাশির ক্ষেত্রে প্রেম, মানসিক শান্তি বয়ে নিয়ে আসবে। যা কন্যা রাশির জাতক, জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল দেবে।