Dhanteras 2025 Zodiac Shopping: দীপাবলির আগে দেশ জুড়ে যে ধনতেরাস পালন করা হয়, সেটি শুধুমাত্র পরবে সীমাবদ্ধ নেই। ধনতেরাস মানেই জীবনে সম্পদের আবাহন। কীভাবে জীবনে এবং সংসারকে সমৃদ্ধ করা যায়, ধন সম্পত্তির বৃদ্ধি করা যায়, পাওয়া যায় মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি, তার জন্য়ই ধনতেরাসের (Dhanteras 2025) কেনাকাটা। তাইতো, ধনতেরাসে নিয়ম মেনে বহু মানুষ কিছু না কিছু কেনার চেষ্টা করেন।
বেড়ে চলা সোনা, রুপোর দাম মাথায় রেখেও ধনতেরাসে মানুষ অল্প কিছু হলেও কেনার চেষ্টা করেন। তাইতো, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে মানুষ কোনও কসুর ছাড়ে না এই ধনতেরাসে।
এই ধনতেরাস থেকেই ৫ দিনের দীপাবলি উৎসবের সূচনা। তাই ধনতেরাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে। ধনতেরাসে কী কী কিনতে পারেন কোন রাশির (Zodiac Sign) জাতকরা, তা আজ খোলসা করা হবে। ধনতেরাসে তো কেনাকাটা করবেন কিন্তু কোন রাশির জাতক কী কিনলে, পরিবারে সমৃদ্ধি এবং সুখ বাড়বে, সেই কথা আজ বলা হবে।
ধনতেরাসে কোন রাশি কী কিনবেন, দেখুন সেই তালিকা...
মেষ রাশি
মেষ রাশির জাতকরা ধনতেরাসে সোনা, তামা কিংবা বৈদ্যুতিন কোনও জিনিসপত্র কিনুন। তাতে সৌভাগ্য বৃদ্ধি পাবে। বাড়বে আত্মবিশ্বাসও।
বৃষ রাশি
মেষ রাশির জাতকরা রুপোর জিনিস কিনুন। রুপোর পাশাপাশি বৃষ রাশির জাতকরা যে কোনও ধরনের গয়না কিনতে পারেন পরিবারে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি করতে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক, জাতিকারা এইদিন মুক্তোর সাদা রঙের গয়না কিনুন। বই কিনতে পারেন। মোবাইল ফোনও কিনতে পারেন।
কর্কট রাশি
এই রাশির জাতকরা রুপোর জিনিসপত্র কিনুন। বাসনপত্রও কিনতে পারেন। এতে আপনার ঘরের সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা সাদা রঙের কোনও জিনিস কিনুন। এক্ষেত্রে রুপোর গয়না কিনতে পারেন। কিংবা বাসনপত্রও কিনতে পারেন সৌভাগ্য আনতে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা সোনা কিনুন। সোনার পয়াস হোক কিংবা গয়না, যে কোনও জিনিস কিনতে পারেন। তামার কোনও জিনিসও কিনতে পারেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা এদিন গৃহস্থলির কোনও জিনিসপত্র কিনতে পারেন। ল্যাপটপ বা আসবাব পত্রও কিনতে পারেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা গয়না কিনুন। পোশাকও কিনতে পারেন ধনতেরাসের দিন। তবে কালো রঙের পোশাক এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক, জাতিকারা এদিন পিতলের জিনিসপত্র কিনুন। লাল রঙের যে কোনও জিনিসও কিনতে পারেন। এতে আপনার মনের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা গয়না কিনুন। যে কোনও ধরনের গয়না এদিন এই রাশির জাতক, জাতিকারা কিনতে পারেন সৌভাগ্যের প্রতীক হিসেবে।
মকর রাশি
মকর রাশির জাতকরা সম্পত্তি কিনুন। জমি, বাড়ি, ঘর যে কোনও কিনিস কিনতে পারেন ধনতেরাসে। এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা বৈদ্যুতিন জিনিসপত্র কিনুন। ঘড়ি বা গাড়ি কিনতে পারেন যে কোনও ধরনের। এতে আপনি জীবনে সময়ানুবর্তিতা মেনে চলতে পারবেন।
মীন রাশি
মীর রাশির জাতকরা ধনতেরাসে মুক্তোর গয়না কিনুন। সোনার গয়নাও কিনতে পারেন। এতে আপনার মন শান্ত হবে। জীবনে শান্তি বিরাজ করবে।