Dhanteras (Photo Credit: Latestly)

Dhanteras 2025: এ বছর ১৮ অক্টোবর পড়েছে ধনতেরাস। যেদিন মা লক্ষ্মীর পুজো যেমন করা হবে, তেমনি ধন্বন্তরির পুজোও করা হয়। ধনতেরাসে মা লক্ষ্মীর পুজোর দিন, সোনা, রুপো কেননে বহু মানুষ। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতেই এই গয়নাগাটি কেনার চল রয়েছে বহুল পরিমাণে।

তাই তো ধনতেরাসের দিন গয়নার দোকানগুলিতে ভিড় উপচে পড়ে। বহু মানুষ অনলাইনেও সোনা, রুপোর জিনিসপত্র কিনে ফেলেন চটপট।

আরও পড়ুন: Diwali 2025 Rangoli: এই দীপাবলিতে ঘর সাজিয়ে তুলুন আলপনায়, রংবেরংয়ের রঙ্গোলিতে আরও রঙিন হয়ে উঠুক আলোর উৎসব, দেখুন নানা ডিজ়াইন

ধনতেরাসে সোনা, গয়না তো কিনবেনই কিন্তু কোন কোন জিনিস কেনা যাবে না কোনওভাবেই, সেই তালিকা দেখে নিন...

ধনতেরাসে ছুরি, কাঁচির মত কোনও ধারাল জিনিসপত্র কিনবেন না কোনওভাবে।

প্লাস্টিকের জিনিস কিনবেন না।

নকল সোনার গয়না কিনবেন না।

কাউকে কোনও উপহার দেবেন না।

ধনতেরাসে কাউকে টাকা ধার দেবেন না। কারও কাছ থেকে অর্থ ধার নেবেন না।

কালো জিনিসপত্র কিনবেন না।

লোহা কিনবেন না কোনওভাবে।

কোনও ধরনের ভাঙা জিনসিপত্র কিনবেন না।

কাঁচের জিনিস কিনবেন না।

তেল, ঘি বা মাখনের মত কিছু কিনবেন না।

গাড়ি কিনবেন না ধনতেরাসের দিন।