১৫ দিনের অনসর পর্ব কাটিয়ে বৃহস্পতিবার সকালে খুলল দিঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের দরজা। ভক্তবৃন্দকে দর্শন দিলেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। ভোর থেকে আচার মেনে শুরু হয় পুজো। বৃহস্পতিবারই মন্দিরে নেত্র উৎসব এবং নবযৌবন উৎসব হবে। জানা গিয়েছে, এ দিন সকালে হবে নেত্র উৎসব ও বিকালে হবে রশি পুজো। সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরও পড়ুন-Rath Yatra 2025: পুরীর রথ যাত্রায় বড় সিদ্ধান্ত, জগন্নাথদেবের মহাপ্রসাদ কথোভোগে 'অমৃত অন্ন' যোগ
অনসর পর্ব কাটিয়ে খুলল দরজা
The wait is over. The first divine glimpse, today.
After 15 days of Anasara, the divine vision returns today.
Devotees behold the rejuvenated splendour of Lord Jagannath, Balabhadra, and Subhadra.
Joy Jagannath!#JagannathdhamDigha #JagannathTempleDigha #JoyJagannath… pic.twitter.com/y046ts6Qga
— Jagannathdham Digha (@jagannathdhamdg) June 26, 2025
প্রথা অনুযায়ী, স্নানযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ। তাই তিনি চলে যান অনসরে। এদিন আবার সুস্থ হয়ে ওঠেন তিনি। তাই সকাল থেকে প্রভু জগন্নাথের জন্য বিশেষ আয়োজন। তাঁকে নতুন সাজে সাজানো হয়।
এদিন থেকে আবার মন্দিরে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে। জানা গেছে, মন্দিরের মূল গেট বা ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের। জগন্নাথ দর্শন করার পরে তাঁরা বাইরে আসবেন ৬ নম্বর গেট দিয়ে। শুক্রবার হবে রথযাত্রা। এর সূচনা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে।