ভুবনেশ্বর, ২৩ জুন: পুরীর (Puri) রথযাত্রা (Rath Yatra 2025) নিয়ে বড় খবর। এবার পুরীর রথ যাত্রার কথো ভোগে সাধারণ চাল ব্যবহার করা হবে না। কথো ভোগের (Kotho Bhoga) ক্ষেত্রে ব্যবহার করা হবে অমৃত অন্ন অর্থাৎ অর্গানিক রাইস। শ্রী গুন্ডিচা মন্দিরের আড়পা মন্ডপে জগন্নাথদেবের উদ্দেশে যে ভোগ নিবেদন করা হবে, সেখানেই অমৃত অন্ন সাজানো হবে কথোভোগে।
জগন্নাথদেব (Lord Jagannath) বা মহাপ্রভুর উদ্দেশে ভোগ নিবেদনের জন্য কথোভোগ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ওড়িশা (Odisha) সরকারের তরফে এই বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এই অমৃত অন্ন প্রকল্পে তৈরি অর্গানিক রাইস দিয়েই এবার মহাপ্রভুর কথোভোগ নিবেদন করা হবে বলে জানা যাচ্ছে। জগন্নাথ মন্দিরে যে সেবায়েতরা রয়েছেন, তাঁরাও ওড়িশা সরকারের এই প্রস্তাবকে স্বাগত জানান।
আরও পড়ুন: Rath Yatra 2025: হাতে বাকি মাত্র সাতদিন, জেনে নিন পুরীর রথযাত্রার তিনটি রথের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য
গুন্ডিচা মন্দিরের পাশাপাশি পুরীর জগন্নাথ মন্দিরে যে কথোভোগ নিবেদন করা হবে ভগবানের উদ্দেশে, সেখানেও এই জৈব চালের ব্যবহার হবে বলে জানা যাচ্ছে।
ওড়িশায় যে অর্গানিক রাইসের উৎপাদন হয়, তার মধ্যে রয়েছে কালাজিরা, পিম্পুডিবাসা, জুবারাজা রয়েছে। তবে বিখ্যাত কালাজিরা ইতিমধ্যেই জিআই ট্যাগ পেয়েছে বলে খবর।