Dhanteras 2025: আগামী ১৮ অক্টোবর ধনতেরাস (Dhanteras)। ধনতেরাসে দেবী লক্ষ্মীর কৃপা পেতে কিছু কিছু কাজ আপনাকে করতেই হবে। যার মধ্যে অন্যতম ধনলক্ষ্মীর পুজো। এই পুজোর পাশাপাশি কুবেরদেবের আরাধনাও করতে হবে আপনাকে। সেই সঙ্গে যম দেবতাও রয়েছেন। তাই এবারের ধনতেরাসে ত্রিদেবের পুজো করুন একসঙ্গে। ভাগ্য ফেরাতে এই পুজো আপনাকে সহায়তা করবে।
তবে ধনতেরাসে এমন কিছু কাজ রয়েছে, তা সৌভাগ্যের আগমণের পথ অবরুদ্ধে করে। তাই ধনতেরাসে এই জিনিসগুলি একেবারেই কিনবেন না। যা আপনার সৌভাগ্যের পথকে রুদ্ধ করে।
আরও পড়ুন: Dhanteras 2025: ধনতেরাসে ধনবর্ষা, কোন দেবতার পুজোয় বদলে যাবে ভাগ্য
দেখুন ধনতেরাসে কী কী কিনবেন না
যে কোনও ধরনের ছুঁচলো জিনিস যেমন ছুরি, কাঁচি, কাটা চমচের মত জিনিসপত্র
লোহা এবং স্টিলের কোনও জিনিসপত্র ধনতেরাসে কিনবেন না
কালো রঙের কোনও জিনিস এইদিন কিনবেন না। ধনতেরাসে কালো জিনিস কেনাকে অশুভ বলে মনে করা হয়
প্লাস্টিকের কোনও জিনিস কিনবেন না
কাঁচের জিনিসপত্র ধনতেরাসে কিনবেন না খবরদার
ধনতেরাসে তেল, ঘি বা মাখনের মত খাবার বা ব্যবহারিক জিনিসপত্র কিনবেন না
খালি টব কিনবেন না। যদি খালি টব কেনেন, তাহলে তাতে মাটি ভরে, গাছ লাগিয়ে দিন সঙ্গে সঙ্গে
ধনতেরাসের দিন চটি, জুতো কিনবেন না
নকল সোনা কিনবেন না ধনতেরাসে। নকল সোনা কেনার অর্থ ধনতেরাসে অশুভ শক্তিকে আমন্ত্রণ জানানো নিজের জীবনে
ধনতেরাসে কোন কাজ করবেন না
ধনতেরাসে কাউকে টাকা ধার দেবেন না। কারও কাছ থেকে অর্থ ধারও করবেন না
ধনতেরাসে কোনও জিনিস বিক্রি করবেন না
আমিষ খাবার খাবেন না ধনতেরাসে। আমিষের পাশাপাশি কোনও ধরনের তামসিক খাবার এদিন স্পর্শ করবেন না
চিৎকার, চেঁচামেচি থেকে দূরে থাকুন ধনতেরাসের দিন
ধনতেরাসে নতুন পোশাক পরুন সম্ভব হলে। পুরনো পোশাক নয়, ঈশ্বরকে সন্তুষ্ট করতে নতুন পোশাক পরুন