Dhanteras 2025: আগামী ১৮ অক্টোবর পড়েছে ধনতেরাস (Dhanteras)। দীপাবলি (Diwali 2025) উৎসবের প্রথম দিনে পালন করা হয় ধনতেরাস। এই দিন ধনলক্ষ্মীর পুজো করা হয়। ধন এবং তেরাস অর্থাৎ সম্পত্তি এবং ত্রয়োদশের মিলনে যে শব্দের উৎপত্তি, তাকেই ধনতেরাস বলে অভিহিত করা হয়।
দীপাবলির আগের ধনতেরাসে ৪ দেবতার পুজো করা হয়। সৌভাগ্য এবং সুস্বাস্থ্যের জন্য এই ৪ দেবতার পুজো করা হয় ধনতেরাসের মত বিশেষ দিনে।
দেখুন ধনতেরাসে পূজিত হন কোন কোন দেবতা
ধনতেরাসে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজো এবং দিপান্বিতা লক্ষ্মী পুজোর মাঝে হয় এই ধনতেরাসের লক্ষ্মীর পুজো।
কুবের দেবতার পুজোও করা হয় ধনতেরাসে। সমৃদ্ধির জন্যই লক্ষ্মী এবং কুবেরের পুজো ধনতেরাসে করা হয়।
ভগবান ধন্বন্তরির পূজিত হন এই দিনে। ধন্বন্তরি পুজো করা হয় গৃহস্থ্যের সুস্বাস্থ্যের জন্য।
ধনতেরাসের গুরুত্ব
দীপাবলি উৎসবের প্রথম দিনে পালন করা হয় ধনতেরাস।
এইদিন সোনা, রুপো কেনার চল রয়েছে। এই দিন সোনা, রুপো কিনলে সংসারে শ্রীবৃদ্ধি হয় বলে জানা যায়।
ধনতেরাসের দিন থেকেই দীপাবলি উৎসবের সূচনা হওয়ায়, গোটা দেশের মানুষ নতুন উৎসবে মেতে উঠতে শুরু করেন।