Dhanteras (Photo Credit: Latestly)

Dhanteras 2025: দিনের পর দিন ধরে সোনার (Gold) দাম বাড়ছে। বর্তমানে সোনার গয়নার যা দাম, তা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ক্রমাগত। সোনার দাম ক্রমাগত বাড়তে থাকায়, তা যখন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেই সময় ধনতেরাস নিয়েও মানুষ চিন্তায় ভুগতে শুরু করেছে। সোনার দাম যখন আকাশ ছোঁয়া, সেই সময় ধনতেরাসে (Dhanteras) আর কী কেনা যায়, তা নিয়ে অনেকেই ভাবনায় পড়েছেন।

ধনতেরাসে সোনা কিংবা সোনার গয়না যদি নাগালের বাইরে চলে যায়, তাহলে অন্য জিনিসও কিনতে পারেন।

আরও পড়ুন: Dhanteras 2025: ধনী থেকে গরীব, ধনতেরাসে সবাই ঝাঁটা কেনেন কেন? এই বিশেষ উৎসবে ঝাডুর গুরুত্ব ঠিক কতখানি জানুন

ধনতেরাসে সোনা ছাড়া আর কী কী কিনতে পারেন, দেখে নিন সেই তালিকা...

ধনতেরাসে রুপো কিনুন।

রুপোর গয়না ধনতেরাসে কিনলে, আপনার সৌভাগ্য বাড়ি বয়ে আসবে বলে মনে করা হয়।

রুপোর গয়না বাবাসনপত্র পুজোর জন্য কেনা হয় বিশেষ করে। তাই আপনার ঠাকুরঘরে কী কী জিনিস লাগবে, তা ভাল করে দেখে নিয়ে রুপোর বাসনপত্র বা গয়না কিনতে পারেন।

স্টিলের বাসনপত্র কিনতে পারেন ধনতেরাসে। যে কোনও ধরনের স্টিলের বাসন, তামার পাত্র এই ধনতেরাসে কিনলে সৌভাগ্য বয়ে আসবে আপনার দরজায়।

স্টিল, তামার থালা, গ্লাস, কলস এসবর ধনতেরাসে কিনে ফেলুন চটপট।

ধনতেরাসে লক্ষ্মী, গণেশ, শ্রীকৃষ্ণ বা যো কোনও দেব, দেবী মূর্তি কিনতে পারেন। ধনতেরাস যেহেতু সরাসরি ধর্মীয় আচার আচরণের মধ্যে পড়ে, তাই দেব, দেবীর  মূর্তি কিনতে পারেন অনায়াসেই।

দেব, দেবীর মূর্তি ধনতেরাসে কিনলে, তা আপনার সৌভাগ্য বয়ে নিয়ে আসবে।

ঝাঁটা বা ঝাড়ু কিনুন। ধনতেরাসের কেনাকাটার মধ্যে ঝাঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ঘর পরিষ্কার, পরিচ্ছন্ন থাকে, সেখানে মা লক্ষ্মী বসত করেন বলে মনে করা হয়। তাই ধনতেরাসের সঙ্গে ঝাঁটা বা ঝাড়ুর যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

অত্যন্ত প্রয়োজনীয় অএই জিনিসগুলির পাশাপাশি আরও বেশ কিছু জিনিস আপনি কিনতে পারেন ধনতেরাসে। যেমন...

বৈদ্যুতিন জিনিসপত্র কিনতে পারেন।

গাড়ি কিনতে পারেন ধনতেরাসে।

বাইক কিনতে পারেন এদিন।

বাড়ি কিনতে পারেন।

যে কোনও ধরনের সম্পত্তি কিনতে পারেন ধনতেরাসের দিন।

জীবন বীমা করাতে পারেন এইদিন নতুন করে।