CM Mamata Banerjee Chhath Puja Special Song (Photo Credit: Facebook)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসার পর থেকেই দুর্গোৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা ও সুর করা গান শোনা যায় বিভিন্ন পুজো মণ্ডপে। এবার ছট পূজা উপলক্ষে একটি গান লিখেছেন মুখ্যমন্ত্রী। যা এ বার পুজোর দিন অর্থাৎ আজ (৭নভেম্বর, বৃহস্পতিবার) বাজানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আমরা ছট পূজার জন্য দুই দিনের ছুটি দিচ্ছি। আপনাদেরকে গঙ্গার তীরে ধৈর্য্য সহকারে পূজা করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি ছট পূজার জন্য একটি গান লিখেছি, যা আজ বৃহস্পতিবার বাজবে।"মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে পশ্চিমবঙ্গকে একটি "মিনি ইন্ডিয়া" হিসাবে বর্ণনা করেন, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ একসাথে বসবাস করেন।তিনি বলেন, "বাংলা একটি মিনি ইন্ডিয়া। আপনার বাড়ি বিহার বা ইউপিতে হতে পারে, কিন্তু এখানে কেউ কি কখনো আপনার ধর্ম বা জাত নিয়ে প্রশ্ন তুলেছে? আমি কখনোই আপনার পোশাক, খাদ্যাভ্যাস বা ব্যাকগ্রাউন্ডে হস্তক্ষেপ করিনি। যদিও আমরা সবাই আলাদা দেখতে,কিন্তু মানুষ একই। তোমরা আমাদের ভাই-বোন। বাংলাকে তোমার বাড়ি মনে করো।"

ছট পুজোর সকালে নিজের ফেসবুক পেজ থেকে সেই গান শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন-'আমাদের প্রকৃতি এবং ছট মাইয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা, ভক্তি এবং অটুট বিশ্বাসের একটি উৎসব হল ছট পূজা। সারাদিন উপবাস ও সকাল-সন্ধ্যা অর্ঘ্য নিবেদন করে যারা আস্থা প্রকাশ করছেন তাদের এই পবিত্র উৎসবে আমার আন্তরিক শুভেচ্ছা।

এ বছর ভক্তি ও বিশ্বাসের এই পবিত্র লগ্নে আপনাদের সকলের জন্য বিনীত প্রয়াস করলাম - বিশেষ করে লেখা ও সুর করা একটি গান।সবাইকে জানাই ছট পূজার প্রীতি ও শুভেচ্ছা!