বড়দিনের উৎসবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি মুর্মু যীশু খ্রিস্টের প্রেম ও সম্প্রীতির বার্তা মানুষের জীবনে ছড়িয়ে দেবার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ভ্রাতৃত্ব ও সকলের কল্যাণে যীশুর শিক্ষা উন্নততরও বিশ্বের পথকে আলোকিত করে চলেছে। শান্তির এই বাতাবরণ বিশ্বাস এবং ক্ষমাশীলতার মত শক্তি, সারা বিশ্বে আরো শক্তিশালী হবে এবং তা মানুষকে পরস্পরের আরো কাছাকাছি নিয়ে আসবে।
বড়দিনের বার্তায় কী বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Merry Christmas to all! This special day reminds us of Jesus Christ's timeless teachings of love, kindness, and compassion. On this joyous occasion, let us strive to spread happiness, promote equality and foster the spirit of unity in the society.
— President of India (@rashtrapatibhvn) December 25, 2024
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার বার্তায় বলেছেন- ক্রিসমাস, আশা -সহমর্মিতা এবং সংহতির সর্বজনীন বার্তা বহন করে। যীশু খ্রীষ্টের শিক্ষা বিশেষত সম্প্রতিক সময়ে তার প্রাসঙ্গিকতা মানুষকে সহমর্মিতার মৌলিক গুরুত্ব,মনে করিয়ে দেয়।তিনি বলেন এই নীতিগুলি মৈত্রী সাম্য এবং ন্যায়ের সাংবিধানিক মূল্যের সঙ্গে সাজুজ্যপূর্ণ। উপরাষ্ট্রপতি সেইসব ভাগ্য হতের কথা মনে রেখে মানুষকে এমন অন্তর্ভুক্তি মূলক সমাজ গড়ে তোলায় নিজেদের পুনরুৎসর্গ করার আহ্বান জানান, যে সমাজে প্রত্যেক নাগরিক বিকশিত এবংসমৃদ্ধশালী হয়ে উঠতে পারবে।
Warm greetings to all on Christmas.
May this joyous occasion illuminate homes across our nation with warmth, love and harmony. Let the message of peace and goodwill that #Christmas brings guide us in our journey toward a stronger nation. #MerryChristmas pic.twitter.com/S6wrLwBPqb
— Vice-President of India (@VPIndia) December 25, 2024