Merry Christmas 2020 Wishes in Bengali: ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে সাজসাজ রব। ডিসেম্বরের কনকনানি শীতে উৎসবের আমেজ শুরু হয়েছে। তবে বাইরে গিয়ে পার্টির আনন্দে গা ভাসানোর সুযোগ এবার নেই। শিয়রে করোনার খাঁড়া ঝুলছে। এদিকে ইংল্যান্ডে নতুন প্রজাতির করোনাভাইরাসের সন্ধান মেলায় বাড়ির বাইরেটা আরও অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। তাই বলে তো আর উৎসব বা উদযাপন থেমে থাকতে পারে না। বদলে যেতে পারে উদযাপনের ধরণ। এই বদলানো সময়ে বড়দিনের শুভেচ্ছা জানাতে 'লেটেস্টলি বাংলা' (LatestLY) আপনাদের জন্য সাজিয়ে এনেছে Wish Card। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলি। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।
WhatsApp message reads: মেরি ক্রিসমাস
WhatsApp message reads: ভালো কাটুক বড়দিন
WhatsApp message reads: বিশ্বপিতা তুমি হে প্রভু / আমাদের প্রার্থনা এই শুধু/তোমারি করুণা / হতে বঞ্চিত না হই কভু