Buddha purnima wishes by Bangladesh PM Photo Credit: @StayWithHasina

বাংলাদেশে আজ পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি শুভেচ্ছা বার্তায় বৌদ্ধ সম্প্রদায়ের সকল সদস্যদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, 'বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্ম ও পরম জ্ঞানলাভ এবং মহাপরিনির্বাণ (মহাপরিনির্বাণ) সংক্রান্ত একটি পবিত্র ধর্মীয় উৎসব'।তিনি বলেন, 'গৌতম বুদ্ধ সর্বদা মানবজাতির কল্যাণ কামনা করেছেন এবং সমগ্র বিশ্বকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী করতে তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, লোভ, বিদ্বেষ ও লালসাকে জয় করে গৌতম বুদ্ধ মানবজাতির শান্তি, সম্প্রীতি ও কল্যাণে সারা জীবন অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, "আজকের বিশ্বে, সহিংসতায় উন্মত্ত নৃশংস শক্তিকে দমন করতে, মূল্যবোধের অবক্ষয় রোধ করতে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য বুদ্ধের শিক্ষা অনুসরণ করা প্রয়োজন।"

তিনি বলেন, অতীতকাল থেকে এদেশে প্রতিটি ধর্মের মানুষ উৎসবমুখর, মুক্ত ও নির্বিঘ্ন পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। আমদের দেশেরদেশের সংবিধান সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকারের নিশ্চয়তা দেয়, তিনি বলেন, "আমরা বিশ্বাস করি ধর্ম ব্যক্তির জন্য এবং উৎসব সবার জন্য।"

আজকের দিনটি সরকারি ছুটির দিন। তাই সকাল থেকেই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সংবাদপত্রগুলোতে বিশেষ  নিবন্ধ প্রকাশ পাবে, এছাড়া বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে সারা দিন।

বুদ্ধ পূর্ণিমার উদযাপন সাধারণত প্রদীপ জ্বালিয়ে শুরু হয়। এরপর মহাবিহারের উপরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং ত্রিপিটকের পবিত্র শ্লোক উচ্চারণের মাধ্যমে পবিত্র দিনের কার্যক্রম শুরু হবে।বৌদ্ধ ভক্তরা দিনভর বুদ্ধদেবের মূর্তিগুলিতে ফল, ফুল এবং মোমবাতি সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করবেন।