![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/10/Subho-Bujaya-Dashami-quote-6-380x214.jpg)
দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব । এই উৎসবকে ঘিরেই থাকে হাজারো প্রত্যাশার পারদ । কিন্তু দেখতে দেখতে পাঁচটি দিন যেন কিভাবে কেটে গেলো । এইতো সেদিন যেন মা এলেন পঞ্চমীতে আর কিভাবে যেন তা সপ্তমী, অষ্টমী, পার করে অবশেষে বিজয়া দশমী চলে এলো ।
খুব করে ইচ্ছে করছে তাইনা যেন সময়টা থমকে যেত আর আমরা পূজোর আনন্দকে আরেকটু বাড়িয়ে নিতে পারতাম । কিন্তু, সে যে হবার নয় । সময় তো চলে সময়ের নিয়মেই, সে তো কারো কথা শোনে না ।তাই আর আক্ষেপ নয়, কারণ আসছে বছর আবার হবে।
তাই খুশি মনে মাকে বিদায় করে প্রিয়জন আর বন্ধুদের জানান বিজয়ার প্রণাম শুভেচ্ছা ।
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/10/Subho-Bujaya-Dashami-quote-1_Updated.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/10/Subho-Bujaya-Dashami-quote-2.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/10/Subho-Bujaya-Dashami-quote-3.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/10/Subho-Bujaya-Dashami-quote-4.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/10/Subho-Bujaya-Dashami-quote-5.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/10/Subho-Bujaya-Dashami-quote-6.jpg)