পশ্চিমবঙ্গে যেমন সন্তানের নীরোগ ও দীর্ঘ জীবন কামনায় নীলষষ্ঠী ব্রত রাখেন মায়েরা, উত্তর ভারতে তেমনই সন্তানের মঙ্গল কামনায় পালিত হয় অহোই অষ্টমীর ব্রত। এদিন সারা দিন নির্জলা উপবাস পালন করে অহোই মাতার আরাধনা করেন সন্তানবতী মহিলারা। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালিত হয়।আজ সেই অষ্টমী তিথি।

আজকের এই পুণ্যতিথিতে আপনাদের সকলের জন্য লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছা বার্তা। পরিবারের সকলের সঙ্গে শেয়ার করে নিন এই মেসেজ-