Ahoi Ashtami (Photo Credit: Latestly)

আহোই অষ্টমী। দুর্গা পুজোর পর দীপাবলির আগে হয় পার্বতী পুজো অর্থাৎ আহোই অষ্টমী। করওয়া চৌথের ৪ দিন পর থেকে শুরু হয় আহোই অষ্টমীর শুভ মুহরৎ। আগামী ১৭ অক্টোবর অর্থাৎ সোমবার আহোই অষ্টমী। ওইদিন পার্বতীর পুজো করা হয়। সন্তানের সুস্থতার প্রার্থন করেই মহিলারা পালন করেন আহোই অষ্টমী। পার্বতীকেই বলা হয় আহোই মাতা। আহোই মাতার পুজোই পরিচিত আহোই অষ্টমী হিসেবে। আহোই অষ্টমীতে বিভিন্ন ধরনের প্রসাদ তৈরি করে তা নিবেদন করা হয় পার্বতীকে। বিশেষ করে লুচি, পুরী, হালুয়া। আহোই মাতার সামনে ভোগ নিবেদন করে তবেই লুচি, হালওয়া ভোগ হিসেবে গ্রহণ করেন উপবাসকারীরা। করওয়া চৌথের মত করেই ঘটে জল ভরে, তার মাথায় দুর্বা দিয়ে আহোই মাতার উপাসনা করা হয়। সন্তান যাতে ভাল থাকে, দুধে ভাতে থাকে, সেই প্রার্থনা করা হয় এই পুজোয়।

কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় আহোই অষ্টমী। সন্তানের মঙ্গলে উত্তর ভারতে পালন করা হয় এই রীতি। গুজরাট, মহারাষ্ট্রে পালন করা হয় এই বিশেষ পুজো এবং তার রীতি। দক্ষিণ ভারতেরও বেশ কিছু জায়গায় পালন করা হয় আহোই অষ্টমী। সন্তানের মঙ্গল কামানার পাশাপাশি যে সমস্ত মহিলা সন্তান চান, তাঁরাও পালন করেন আহোই অষ্টমী।

চলতি বছর ১৭ অক্টোবর পড়েছে আহোই অষ্টমী। ওই দিন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ভোরে উঠে  সংকল্প করেন। তারপর উপবাস, ব্রতের মাধ্যমে পালন করেন আহোই অষ্টমী। তবে সূর্যাস্তের আগে শেষ করা হয় আহোই অষ্টমী পুজোর সমস্ত রীতি। তবে রাতের আকাশে যতক্ষণ না পর্যন্ত চাঁদ দেখা যায়, ততক্ষণ পর্যন্ত মহিলারা উপবাস ভঙ্গ করেন না।