কেরলের পাথানামথিত্তায় এক নাবালিকার ওপর ৬৪ জনের যৌন হেনস্থা কাণ্ডে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন। তিন দিনের মধ্যে এই কাণ্ডে রিপোর্ট চাইল মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার (Vijaya Rahatkar)। বাম শাসিত দক্ষিণ ভারতের এই রাজ্যে এক মহিলা খেলোয়াড়ের অভিযোগ, ৬৪ জন মিলে গত চার বছর ধরে তার ওপর যৌন হেনস্থা চালায়।

মাস দুয়েক আগে ১৮ বছর বয়সে পা দেওয়া সেই মহিলা খেলোয়াড় স্কুলের এক কাউন্সিলিং সেশনে জানায় স্পোর্টস ক্যাম্প সহ নানা জায়গায় কোচেরা, সহপাঠীরা, এবং তার প্রতিবেশীরা তার ওপর গত চার বছর ধরে নানা সময় নানা জায়গায় যৌন হেনস্থা চালায়। এই অভিযোগের পর চাঞ্চল্য ছড়ায়। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন পুলিশ স্টেশনে পসকো আইনে মামলা রুজু করা হয়েছে।

কেরল কাণ্ডে রিপোর্ট তলব মহিলা কমিশনের

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)