তৃণমূল নেতাকে খুনের পরে ফের দুষ্কৃতি তাণ্ডব মালদায়। রাতের অন্ধকারে ঘরের মধ্যে ঢুকে দম্পতিকে হত্যার চেষ্টা করল একদল দুষ্কৃতি। এই ঘটনায় মৃত্যু হয়েছে বৃদ্ধ ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর স্ত্রী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুরের (Harishchandrapur) কুশলপুর গ্রামে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। যদিও কে বা কারা হামলা চালাল, এবং তাঁদের খুন করার উদ্দেশ্য কী সেই বিষয়টি এখনও পরিস্কার নয়। গোটা ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী।
মালদায় ফের দুষ্কৃতি তাণ্ডব
জানা যাচ্ছে, এদিন রাতে বাকিদিনগুলির মতোই বাড়ির উঠোনে ঘুমোচ্ছিলেন বৃদ্ধ মহম্মদ জসিমুদ্দিন ও তাঁর স্ত্রী শাহনাজ বিবি। আচমকাই তাঁদের ওপর ছুরি নিয়ে আঘাত করে দুষ্কৃতিরা। দম্পতির চিৎকারে ঘুম ভাঙে প্রতিবেশীদের। তাঁরা তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে দেখে যে রক্তাক্ত অবস্থায় ছটপট করছেন জসিমুদ্দিন ও শাহনাজ। যদিও প্রতিবেশীদের আসতে আসতে গা ঢাকা দেয় আততায়ীরা। এরপর দম্পতিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করা হয়।
মহিলার শারীরিক অবস্থার অবনতি
অন্যদিকে, শাহনাজ বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই খবর।