শনিবারের বিকেল। সেই সময় অনেকেই তখন কাজ সেরে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরবেন। আর সেই মুহূর্তে আচমকাই শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) পাশে একটি ফুড কোর্ট থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখাও দেখতে পাওয়া যায়। আর তারপরেই খবর দেওয়া হয় দমকল ও থানায়। ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। জানা যাচ্ছে, বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভষ্মীভূত হয়েছে ফুডকোর্টের একাংশ। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহের মতো ব্যস্ত রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আগুন লাগার কারণ
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফুডকোর্টের মধ্যে থাকা কোনও একটি রেস্তোরাঁয় সিলিন্ডার ফেটে দুর্ঘটনাটি ঘটে। আর ওই জায়গায় দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আপাতত কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। মাসখানেক আগেই এই রেস্তোরাঁটি খুলেছিল। ট্রেন ধরতে আসা যাত্রীদের যেমন ভিড় ছিল, তেমনই শিয়ালদহ চত্বরে যাঁরা অন্যকোনও কাজে আসেন তাঁরাও এই জায়গায় খেতে আসেন। এদিনও ভিড় ছিল, তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
Fire at shop complex near Sealdah station, Kolkata. 4 firefighting engines to the rescue. #fire pic.twitter.com/hxMYoFOsq7
— lil man (@ill_tkitfrmhere) January 11, 2025