কাঁটাতার নিয়ে ঝামেলার পর এবার জোর করে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের। আর তার জেরে ফের উত্তপ্ত মালদার (Malda) সীমান্ত এলাকা। শুক্রবার গভীর রাতে মালদার নওদা আউটপোস্টের কাছে সীমান্ত এলাকায় ভিড় দেখতে পান টহলদারি জওয়ানরা। সামনে গিয়ে দেখে কিছু জিনিসপত্র নিয়ে চোরাচালানের চেষ্টা করছে বাংলাদেশি দুষ্কৃতিরা। সেই সঙ্গে কয়েকজন অনুপ্রবেশ করারও চেষ্টা করছিল। প্রথমে তাঁদের সতর্ক করা হয়। কিন্তু তাতে কর্ণপাত না করে জোর করে ভারতে ঢোকার চেষ্টা করে। আর তখনই সংঘর্ষ বাধে। যদিও বিএসএফ জওয়নরা শূন্যে কয়েকরাউন্ড গুলি ছুড়তেই বাংলাদেশিরা ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে কয়েকজন ভারতীয় দালালও গা ঢাকা দেয়।
সীমান্ত এলাকা থেকে উদ্ধার নিষিদ্ধ ওষুধ
বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশি দুষ্কৃতিরা জোর করে কাঁটাতার পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল। জওয়ানরা তাঁদের বাধা দিলে ইট, পাথর, লাঠি দিয়ে হামলা করার চেষ্টা করে। এরপর চিৎকার শুনে আরও কয়েকজন জওয়ান ঘটনাস্থলে চলে আসেন। তারপরেই জওয়ান শূন্যে গুলি ছোড়েন। আর তাতেই আতঙ্কিত হয়ে দৌঁড়ে পালিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতিরা। ঘটনাস্থল থেকে পাওয়া যায় একাধিক নিষিদ্ধ ওষুধ, ধারালো অস্ত্র। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও কেউ আটক হয়নি।