Durga Puja 2025: শুরু হয়ে গিয়েছে মহানবমী। ৩০ সেপ্টেম্বর সন্ধে ৬.০৬ মিনিট থেকে শুরু হয়েছে মহানবমী। চলবে আজ সন্ধে ৭টা পর্যন্ত। মহানবমীকে দুর্গা পুজোর অন্যতম শক্তিশালী দিন হিসেবে দেখা হয়। মহানবমীর বেশ কিছু গুরুত্ব রয়েছে। এই দিন বলি থেকে হোম, প্রায় সবকিছু সম্পন্ন হয় নানা আধারে।
দেখুন মহানবমীর কী কী গুরুত্ব রয়েছে...
পুরাণে কথিত, মহানবমীর দিন মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা।
এই দিনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন একটানা যুদ্ধের পর। ফলে মহানবমীর এক বিশেষ গুরুত্ব রয়েছে।
এই দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন বলেই এই দিনকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়।
মহনবমীর পুজোর রীতি
মহানবমীতে হোম যজ্ঞ করা হয়।
এই দিন কুমারী পুজোর রীতি রয়েছে।
অষ্টমীর পরদিন নবমীতেও চলে দেবীর সামনে কুমারী পুজো।
সেই সঙ্গে বলি প্রথা অনুষ্ঠিত হয় বহু জায়গায়।
তবে কোনও পশু বলি নয়, নবমীতে আখ, চাল কুমড়োর মত সবজি বলি দেওয়া হয়।
এইদিন দেবী দুর্গার নবরূপের পুজোও করা হয় বিভিন্ন জায়গায়।