মণ্ডপ সজ্জার প্রস্তুতি প্রায় শেষের পথে। দিন রাত এক করে কলাকুশলীরা (Artists) কাজ করে চলেছেন যুদ্ধকালীন তৎপরতায়। কাজ শেষ করার লক্ষ্য তাঁদের। কলকাতার (Kolkata) নামি পুজোগুলির মধ্যে আমজনতার প্যান্ডেল হপিংয়ের (pandle Hopping) তালিকায় উঠে আসা পুজোগুলি নিয়ে মাতামাতির শেষ নেই। এমন অনেক পুজোর নাম অলরেডি লিস্টেড কলকাতাবাসীর প্যান্ডেল হপিংয়ের তালিকায়। কিন্তু পরিস্থিতি যদি হয় এমন যে, ভিড় ঠেলে এত পুজো দেখা আপনার অসাধ্য। কিন্তু বাঙালি (Bangali) হয়ে পুজো দেখবেন না এতেও আপনার মন সায় দিচ্ছে না! ভাবছেন কোন কোন প্যান্ডেলে (pandal) ঢুঁ মারলে পুজোটা মোটামুটি ঘুরে দেখা যাবে! নিন এবার মুশকিল আসান। এদিক ওদিক গুগল (Google) সার্চ না করে জেনে নিন কলকাতার সেরা (Kolkata) ৫ থিম পুজোর (Theme Puja) বিশদ বিবরণ। যেখানে আপনাকে যেতে হবেই হবে।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Shreebhumi Sporting club)
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের দুর্গা পুজোর থিম ভারতের স্থাপত্য। যা দূর-দূরান্তের দর্শনার্থীদের তাঁদের মণ্ডপমুখী করবে বলেই মনে করেন উদ্যোক্তারা। আরও পড়ুন-Durga Puja 2019: প্রিয়াঙ্কা সরকারের পুজোর ফ্যাশন লিস্টে এবার থাকছে না তাঁর প্রিয় রঙ; কেন? লেটেস্টলি বাংলার কাছে নিজেই সেই সিক্রেট শেয়ার করলেন টলিউড ডিভা ...
সুরুচি সংঘ (Suruchi Sangha)
এবারের থিম অয়ম আরাম্ভ শুভায়ু ভবতু। থিম মেকার ভবতোষ সুতার।
নাকতলা উদয়ন সংঘ (Naktala Udayan Sangha)
নাকতলা উদয়ন সংঘের এবারের বিষয় ভাবনা- জন্ম। জল সংরক্ষণের বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে ইনস্টলেশনের মাধ্যমে।
কুমারটুলি সর্বজনীন (Kumartuli Sarbajanin)
কুমারটুলি সর্বজনীনের পুজো এবার ৮৯ বছরে পা দিল। এবারের থিম কল্পতরু। শিল্পী বাপ্পা হালদার।
শ্যামবাজার পল্লী সংঘ (Shyambazar Palli Sangha)
মণ্ডপ এবার আস্ত ট্রাম। আধুনিক যাপনে কীভাবে এঁটে উঠতে পারবে কলকাতার হারিয়ে যেতে বসা ঐতিহ্য, বলবে থিম।
এছাড়াও আপনি ঘুরে দেখতে পারেন- মুদিয়ালি ক্লাব (Mudiali Club), দমদম তরুণ দল (Dumdum Tarun Dal), সন্তোষ মিত্র স্কয়্যার (Santosh Mitra square)শোভাবাজার জগত মুখার্জি পার্ক (Shovabazar Jagat mukherjee Park)-এর পুজোগুলি।